• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

জাবিতে কম্বল পেল সুবিধাবঞ্চিত শতাধিক শিশু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’ সুবিধাবঞ্চিত শতাধিক শিশুকে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনটির স্বেচ্ছাসেবীদের অভিজ্ঞতা সনদ দেওয়া হয়। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এসব দেওয়া হয়েছে। এ ছাড়া তরীর দশকপূর্তি আয়োজন ঘিরে কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে একজনকে দেওয়া হয়েছে সেরা স্বেচ্ছাসেবী পুরস্কার।

জাবির সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নম্বর গ্যালারিতে এসব কার্যক্রমের উদ্বোধন করেন তরীর প্রধান উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সরকার এবং রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ। অনুষ্ঠানে তিনি বলেন, ‘তরী প্রতিষ্ঠার শুরু থেকেই সমাজের অবহেলিত ও ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করছে। তাদের নানা চাহিদা ও প্রয়োজনীয়তা মেটাচ্ছে। আমি তরীর সঙ্গে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা